![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/05/17/080115israel_sinagog_kk.jpg)
ইসরায়েলে ইহুদি উপাসনালয় ভেঙে নিহত ২, আহত ১৫৭ (ভিডিও)
ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে ইহুদি বসতিতে নির্মাণাধীন একটি সিনাগগের গ্যালারি ধসে ২ জনের মৃত্যু ও দেড় শতাধিক আহত হয়েছেন। দেশটির অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, রবিবার (১৬ মে) ওই সিনাগগে একটি অনুষ্ঠান চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
জেরুজালেমের উত্তরাঞ্চলের জিভাত জেভ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইহুদিদের শব্বাত উৎসব উপলক্ষে নির্মাণাধীন সিনাগগটিতে জড়ো হয়েছিলেন কট্টর অর্থোডক্স ইহুদিদের কয়েকশ মানুষ।