ভারত ‘খোঁড়া যুক্তি’ দেখিয়ে পানি আটকে রেখেছে : সাকি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৬ মে ২০২১, ২১:৩৯

প্রতিবেশী দেশ ভারত খোঁড়া যুক্তি দেখিয়ে পানি আটকে রেখেছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। রোববার (১৬ মে) দুপুরে ফারাক্কা দিবস (মজলুম জননেতা মওলানা ভাসানীর ফারাক্কা অভিমুখে লংমার্চ) উপলক্ষে ভার্চুয়াল নাগরিক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। সাকি বলেন, ২০১৪ সালে আমরা তিস্তা অভিমুখে রোডমার্চ করেছিলাম। এর আগেও হয়েছিল। কাজেই এই আন্দোল অব্যাহত আছে। টিপাইমুখ বাঁধের সময়ও আমরা এর বিরুদ্ধে আন্দোল করেছি। এই আন্দোলনগুলো বাংলাদেশে আছে।


তিনি আরও বলেন, নদীতে বাঁধ দিয়ে পানির প্রবাহ বন্ধ করে দেয়ার এই পরিকল্পনা ব্রিটিশ আমল থেকেই ছিল। তখনও বাঙালি প্রকৌশলীরা বিরোধিতা করেছিলেন। কিন্তু সাতচল্লিশের পর তারাই আবার এটাকে রাজনৈতিক কারণে সমর্থন দিয়েছে। স্বাভাবিক প্রবাহ নদী রক্ষার জন্য যেমন প্রয়োজন, নদীর অববাহিকায় বসবাসকারী মানুষের জন্যও প্রয়োজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও