![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fprobash%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fitaly-20210516202408.jpg)
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইতালিতে বিক্ষোভ
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে ইতালিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মে) স্থানীয় সময় দুপুর ২টায় বলোনিয়ায় এবং রোমে সান্তামারিয়া মার্জোরে গির্জার সামনে বিকেলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।