![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/01/08/whatsapp-eye-reuters-080121-01.jpg/ALTERNATES/w640/whatsapp-eye-reuters-080121-01.jpg)
ক্রমাগত বার্তা পাঠিয়ে ‘মনে করিয়ে দেবে’ হোয়াটসঅ্যাপ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৬ মে ২০২১, ২০:০২
হোয়াটসঅ্যপের নতুন নীতিমালায় যারা এখনও সম্মতি দেননি তাদেরকে অ্যাপটি ক্রমাগত বার্তা পাঠিয়ে বিষয়টি মনে করিয়ে দেবে। এর আগে অ্যাপটি ১৫ মে তারিখ থেকে নতুন নীতিমালার অধীনে যাওয়ার কথা বলেছিল। এ পরিবর্তনের ফলে বিজ্ঞপানদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ক্রেতাদের মধ্যে যোগাযোগ পদ্ধতি প্রভাবিত হবে।
জানুয়ারিতে এই পরিবরবর্তনের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে মালিক প্রতিষ্ঠান ফেইসবুকের সঙ্গে অনেক বেশি ডেটা শেয়াারের সম্ভাব্য পরিনতি নিয়ে শঙ্কা তৈরি হয়। সে অবস্থান থেকে ফেইসবুক সরে আসেনি বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।