![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/05/16/og/160041_bangladesh_pratidin_bdp-DINAJPUR-Jate.jpg)
নবাবগঞ্জ জাতীয় উদ্যানে মানুষের ঢল
প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে লকডাউনের মধ্যে দিনাজপুরের নবাবগঞ্জ জাতীয় উদ্যানে হাজার হাজার দর্শণার্থীদের সমাগম। সামাজিক দূরত্ব উপেক্ষা করে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে স্থানীয়দের। জাতীয় উদ্যান আশুড়ার বিলে স্বাস্থ্যবিধি না মেনে ও প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে হাজারো মানুষের সমাগম ছাড়াও উদ্যানের ভিতর চলছে অবৈধ লটারিও।
জানা যায়, ঈদের দিন সকাল ১০টার পর থেকে মোটরসাইকেল, মাইক্রোবাস, অটোটেম্পু প্রাইভেট কার, ভ্যানযোগে আশুড়ার বিলের কাঠের ব্রীজ দেখতে আসতে শুরু করে হাজার হাজার দর্শনার্থী।