![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fatok-20210514111640.jpg)
কৃষক আহাদকে হত্যা করে স্ত্রী-ছেলে
যশোরের চৌগাছায় কৃষক আহাদ আলীকে হত্যা করেছে তার স্ত্রী জেসমিন ও একমাত্র ছেলে সোহান ওরফে হারুন। সোহানের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ এ তথ্য জানিয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৩ মে) সকালে উপজেলার ফুলসারা ইউনিয়নের দূর্গাবরকাটি গ্রামের নিজ ঘর থেকে আহাদ আলীর (৪৪) মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। আহাদ আলী একসময় ট্রাক চালাতেন। পরে তিনি কৃষি কাজ শুরু করেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর আগে