![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/05/13/param-raima-13052021-01.jpg/ALTERNATES/w640/param-raima-13052021-01.jpg)
বাংলাদেশের গানে পরমব্রত ও রাইমা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৩ মে ২০২১, ১৫:৩২
প্রথমবারের মতো বাংলাদেশের কোনও গানচিত্রে অভিনয় করলেন টালিগঞ্জের জুটি পরমব্রত চট্টোপাধ্যায় ও রাইমা সেন। ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার গান বাংলা টেলিভিশনে ‘আজ এই কথা দিলে দোষ কী’ শিরোনামে গানটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।