![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-05%252F27c3d87a-a7a6-4cce-b7ab-b236905d171a%252Fb03c9769-4ba0-46db-a5a6-d128aa3e2dfb.jpg%3Frect%3D0%252C0%252C1280%252C672%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
‘চিন্তাও করিনি ঘাটে এসে সরাসরি ফেরিতে উঠতে পারব’
মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুর বাংলাবাজার নৌপথে গত কয়েক দিন ঈদে ঘরমুখী মানুষের ঢল ছিল। তবে আজ বৃহস্পতিবার সকাল থেকে ঘাটের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। ঘাট কর্তৃপক্ষ বলছে, ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ নেই। যাত্রীরা আসার পরপরই ফেরিতে উঠতে পারছেন