কোটি টাকার জমি লিখে দিয়েও সন্তানদের কাছে ঠাঁই মিলছে না মায়ের
রিজিয়া বেগমের (৬৫) স্বামী মারা গেছেন ২২ বছর আগে। স্বামী হাসেম গাজী বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা কাজীপাড়া এলাকায় ১২ শতাংশ জমি কিনেছিলেন। সেখানেই টিনের চালার একটি ঘরে বসবাস করতেন রিজিয়া বেগম। স্বামী হাসেম গাজী মৃত্যুর কয়েক বছর আগে ক্রয়করা ওই ১২ শতাংশ জমি স্ত্রী রিজিয়া বেগমের নামে লিখে দিয়ে যান। হাসেম গাজী ও রিজিয়া দম্পতির চার মেয়ে ও দুই ছেলে।
মৃত্যুর আগে হাসেম গাজী দুই মেয়ের বিয়ে দিয়ে যেতে পেরেছিলেন। দুই ছেলে তখনো ছোট। বাকি দুই মেয়ের তখনো বিয়ে হয়নি। এ অবস্থায় সংসারের হাল ধরেছিলেন রিজিয়া বেগম।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সন্তান
- বিতাড়ন
- মায়ের আকুতি