![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-05%252Fe693159c-6ebd-4f2c-a697-1e4edfdb994e%252FGazipur_DH0615_20210512_Gazipur_garment_pic__.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D720)
বেতন-বোনাস পাননি অনেক শ্রমিক
প্রথম আলো
প্রকাশিত: ১২ মে ২০২১, ১৮:০৯
কাল বা পরশু পবিত্র ঈদুল ফিতর। তবে তৈরি পোশাকশিল্পের সব শ্রমিক এখনো বেতন-ভাতা বুঝে পাননি। আজ বুধবার অনেক কারখানা বেতন-ভাতা দিলেও, শেষ পর্যন্ত কিছু শ্রমিক পাওনা পাবেন কি না, সে শঙ্কাও আছে। যদিও ১০ মের মধ্যে বেতন-ভাতা পরিশোধে শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল।