You have reached your daily news limit

Please log in to continue


মেয়েরা স্রেফ সুবিধা পাওয়ার জন্য ভোট দেয়?

পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল সামনে আসার পরে হতবাক অনেকেই, বিরোধী দল তো বটেই, এত বিপুল সংখ্যাগরিষ্ঠতা কি আদৌ শাসক দলেরও প্রত্যাশিত ছিলো? কারণ বিশ্লেষণে ব্যস্ত সবাই| একটি বহু-সমর্থিত ব্যাখ্যা হল, প্রায় প্রতিটি পরিবার থেকেই রাজ্য সরকারের নানা প্রকল্পের সুবিধাভোগীরা রয়েছেন, তাই এই বিপুল জয় সম্ভব হয়েছে।

অনেকে বলছেন বিশেষত মেয়েদের জন্য যে প্রকল্পগুলো, সে কন্যাশ্রী থেকে সবুজ সাথী, স্বাস্থ্যসাথী - সব প্রকল্পে মেয়েরা অগ্রাধিকার পেয়েছেন। এমনকী স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছেই গৃহকর্ত্রীর নামে, তাঁর সঙ্গে থাকছেন পরিবারের বাকিরা। এ ছাড়াও পুনর্নির্বাচিত হলে তফসিলি জাতি-উপজাতির অন্য কোনও আয়ের সংস্থানহীন মেয়েরা পাবেন বছরে ১২০০০ টাকা আর বাকি মেয়েরা পাবেন বছরে ৬০০০ টাকা। সে জন্যই নাকি মেয়েদের এই বিপুল সমর্থন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন