![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Funtitled-54-20210512132734.jpg)
আর কারো অবস্থা যেন আমার মত না হয় : আমির
মোহাম্মদ আমির, পাকিস্তান ক্রিকেটে বড় এক আক্ষেপের নাম। গত এক যুগে পাকিস্তানের ক্রিকেট মনে রাখার মতো যে ক’জন পেসার জন্ম দিয়েছে, তার মধ্যে অন্যতম এই আমির। কিন্তু তার ক্যারিয়ারটা শেষ হয়েছে ভীষণ অপ্রীতিকর এক মুহূর্তকে সাক্ষী করে।
২০২০ সালের ডিসেম্বরে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন আমির। বিদায়বেলায় রেখে যান একগাদা অভিযোগ। হেড কোচ মিসবাহ উল হক এবং বোলিং কোচ ওয়াকার ইউনুসের দেয়া ‘মানসিক যন্ত্রণা’ই মাত্র ২৭ বছর বয়সে অবসরে যেতে বাধ্য করেছে, জানান বাঁহাতি এই পেসার। যা নিয়ে আলোচনা ছিল পুরো ক্রিকেট বিশ্বেই।