![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/05/12/og/085839unnamed-20210511020257.jpg)
আমিরাতে ঈদ বৃহস্পতিবার, ১৫ মিনিটে শেষ হবে জামায়াত
সংযুক্ত আরব আমিরাতে আগামীকাল বৃহস্পতিবার ঈদ-উল-ফিতর উদযাপিত হবে।বৈশ্বিক মহামারী করোনার স্বাস্থ্যবিধি মেনে আমিরাতজুড়ে মসজিদ ও ঈদগাহসমূহেঈদের নামাজ অনুষ্ঠিত হবে। আমিরাত জুড়েঈদের নামাজ সকাল ৫টা ৪৮মিনিট থেকে ৬টার মধ্যে অনুষ্ঠিত হবে। নামাজ শুরুর ৩০ মিনিট আগে মসজিদ ও ঈদগাহগুলো খোলা হবে এবং নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধ করা হবে।
বরবারের মত প্রত্যেক মুসল্লীকেঘর থেকে অযু করে আসতে হবে। এছাড়াও মুসল্লীদের মাস্ক পড়তে হবে এবং নামাজের জন্য নিজ নিজ জায়নামাজ সঙ্গে নিয়ে আসতে হবে।