![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fbhomra-20210511183458.jpg)
ঈদের ছুটিতে ৫ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচদিন বন্ধ থাকবে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। আগামী রোববার (১৬ মে) থেকে যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে। ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট কার্গো অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথ আলোচনা করে সর্বসম্মতিক্রমে মঙ্গলবার (১১ মে) থেকে আগামী শনিবার (১৫ মে) পর্যন্ত পাঁচদিন উভয় দেশের বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।