গঙ্গায় লাশের সারি, করোনায় মৃত বলে ধারণা
ভারতের বিহারে গঙ্গা নদীতে ৩০ থেকে ৪০টি মরদেহ ভাসতে দেখে স্থানীয় প্রশাসনকে খবর দিয়েছে এলাকাবাসী। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এমনটি জানিয়েছে।
বিহার রাজ্যের বক্সার জেলার চৌসা গ্রামসংলগ্ন গঙ্গা নদীতে ভাসমান মরদেহগুলো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়াদের বলে ধারণা করা হচ্ছে। মরদেহগুলো অন্তত পাঁচ থেকে সাতদিনের পুরনো। গঙ্গায় ভাসমান মরদেহগুলোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ভারতজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়।