ডিসলেক্সিয়া সম্পর্কে সচেতনতা
ইত্তেফাক
প্রকাশিত: ১১ মে ২০২১, ০৯:৪৯
ডিসলেক্সিয়া একটি স্নায়বিক ব্যাধি। ছোট শিশুদের মধ্যেই এর লক্ষণগুলো প্রথম অনুভব করা যায়। তবে এটি এমন একটি সমস্যা, যার নিরাময় নেই—যদিও চেষ্টা, একাগ্রতা ও ইচ্ছা থাকলে প্রায় সারিয়ে ফেলা সম্ভব।
শিক্ষক ক্লাসে একদিন কিছু শব্দ আলাদা করতে বলায় ৯-১০ বছরের ঈশান দেখল অক্ষরগুলো হঠাত্ যেন নেচে নেচে বেড়াচ্ছে চোখের সামনে। পড়তে তার ভীষণ অসুবিধা হয়। কোনো লেখাই যেন স্থির হয়ে দাঁড়ায় না একেবারেই!
- ট্যাগ:
- লাইফ
- ডিসলেক্সিয়া
- স্নায়বিক ব্যাধি