![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-05%252Fb6f83eeb-a01d-4f31-9114-cec3e62e5366%252Fa22a34d3-2fe5-4b2d-8175-e75237f4155a.jpg%3Frect%3D0%252C18%252C275%252C144%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
মানবতার বাজার বন্ধ করতে দানবীয় চক্রান্ত
করোনা মহামারির সময়ে যখন মানবতার দুর্ভিক্ষ চলছে, তখন জীবনানন্দ দাশের স্মৃতিবিজড়িত বরিশালে মানবতার বাজার খুলেছিলেন ডা. মনীষা চক্রবর্তী এবং তাঁর সহযোগীরা। তিনি রাজনীতি করেন। পেশায় একজন চিকিৎসক। ২০১৮ সালের সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে সবার দৃষ্টি আকর্ষণ করেছিলেন।