সুস্থ থাকতে জীবাণুমুক্ত রাখুন থালা-বাসন
কালের কণ্ঠ
প্রকাশিত: ১০ মে ২০২১, ১০:২৫
অনেক সময় খাওয়ার পর সিংকে কিংবা রান্নাঘরে দীর্ঘ সময় থালাবাটি ফেলে রাখা হয়। এটি করা থেকে বিরত থাকুন। খাওয়া শেষে সঙ্গে সঙ্গে প্লেট ধুয়ে রাখুন। যার যার প্লেট নিজে পরিষ্কার করার অভ্যাস করতে পারলে আরো ভালো হয়। একজনের ওপর পরিষ্কার করার চাপ পড়ে না।
বাসায় খাওয়া শেষে হাত ধোয়ার সময় নিজের প্লেটটিও পরিষ্কার করে নির্ধারিত জায়গায় রেখে দিন। এখন বদ্ধ স্থানে থালা-বাসন রাখার ব্যবস্থা করুন। ইদানীং বদ্ধ ঘরে বাতাসের মাধ্যমে করোনার সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। এতে খানিকটা ঝুঁকি থেকে যায়। এ জন্য সতর্কতা অবলম্বন করুন।