সুপ্রিম কোর্টের ২১ বিচারপতি ছাড়াও নিম্ন আদালতের ২৩১ বিচারক করোনায় আক্রান্ত
ভার্চুয়াল পদ্ধতিতে আদালতে বিচারকাজ পরিচালনা ও দায়িত্ব পালনের সময় এ পর্যন্ত সুপ্রিম কোর্টের ২১ জন বিচারপতি ও অধস্তন আদালতের ২৩১ জন বিচারক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল রবিবার সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়।
এতে বলা হয়েছে, বিচারক ছাড়াও সুপ্রিম কোর্টের ২০০ জন কর্মচারী ও অধস্তন আদালতের ৪৫৮ জন কর্মচারীও করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে অধস্তন আদালতের জেলা জজ পদমর্যাদার একজন বিচারক ও ছয় জন কর্মচারী মৃত্যুবরণ করেছেন।