![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/05/10/082233muslim.jpg)
কাশ্মীরে হিন্দু একাকি পণ্ডিতের মৃত্যু, সৎকার করল মুসলিম প্রতিবেশীরা
তিন মেয়ে ও দুই ছেলে থাকলেও তারা সবাই থাকেন জম্মুতে। তাদের বাবা পণ্ডিত মাখনলাল থাকতেন কাশ্মীরের পুলওয়ামা জেলার তহাব এলাকায়। গত শুক্রবার গভীর রাতে যখন তিনি মারা যান, পরিবারের কেউই উপস্থিত ছিল না।
তবে মাখনলালের সৎকারে স্বজনের অভাব হয়নি। খবর পেয়ে শনিবার প্রতিবেশী মুসলিমরাই এগিয়ে আসেন তার সৎকারে। কাঠ জোগাড় করে সাজানো হয় চিতা।