
কয়েক মুহূর্তেই কোভিড শনাক্ত করবে মৌমাছি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৯ মে ২০২১, ২২:১৮
কোভিড-১৯ পরীক্ষার ফল পাওয়ার সময় কমাতে এবার বিজ্ঞানীরা বেছে নিয়েছেন মৌমাছি। নেদাল্যান্ডসের একদল গবেষক মৌমাছিকে প্রশিক্ষণ দিচ্ছন। প্রশিক্ষণপ্রাপ্ত এসব মৌমাছি গন্ধ শুঁকে শনাক্ত করতে পারবে কোভিড আক্রান্তের নমুনা। এতে পরীক্ষার ফল মিলবে কয়েক সেকেন্ডেই।