বৈঠকে ট্রাম্প ঘুমিয়ে পড়েন, শ্রবণশক্তিও কম, কী বলছেন তিনি

প্রথম আলো প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ১৯:১০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বয়স ও সুস্থতা নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। তবে সম্প্রতি তিনি ও তাঁর কয়েকজন ঘনিষ্ঠ উপদেষ্টা নিউইয়র্ক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সব সমালোচনা উড়িয়ে দিয়েছেন। তাঁরা বলেছেন, ট্রাম্প ‘পুরোপুরি সুস্থ’ আছেন।


গত মাসে ওভাল অফিসে নেওয়া সাক্ষাৎকারের ভিত্তিতে গতকাল সোমবার এ প্রতিবেদন প্রকাশিত হয়। সাক্ষাৎকারের আগেই ট্রাম্প হুমকি দিয়েছেন, তাঁর স্বাস্থ্য নিয়ে কোনো বাজে প্রতিবেদন প্রকাশ করলে তিনি সংবাদমাধ্যমটির বিরুদ্ধে মামলা ঠুকে দেবেন।


বিভিন্ন বৈঠকে ঘুমিয়ে পড়া, হাতে দৃশ্যমান কালশিটে দাগ এবং সম্প্রতি একটি এমআরআই-সদৃশ স্বাস্থ্য পরীক্ষার ছবি সংবাদমাধ্যম ও অনলাইনে ছড়িয়ে পড়ার পর থেকে ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ৭৯ বছর বয়সী ট্রাম্প ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীরা এসব উদ্বেগ উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও