![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-05%252F247815ba-8397-47aa-8a84-8e0d198271e3%252FPATUAKHALI_DH0589_20210509_BAUPHAL_BABA_PIC_1__9_5_21_JPG.JPG%3Frect%3D0%252C49%252C774%252C406%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
বাঁশ কাটার প্রতিবাদ করায় পিটিয়ে বাবার হাত ভেঙে দিলেন ছেলে
৮০ বছরের বৃদ্ধ। কাজ করার শক্তি নেই। চার ছেলে থাকলেও ভরণপোষণের জন্য অন্যের দুয়ারে হাত পেতে জীবন চলে। তাঁর লাগানো বাঁশ কেটে নিয়ে যাচ্ছিলেন এক ছেলে। এর প্রতিবাদ করায় মো. সেকান্দার আলী সিকদার (৮০) নামের ওই বৃদ্ধকে পিটিয়ে দুই হাত ভেঙে দিয়েছেন ছেলে।
পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের ইন্দ্রকূল গ্রামে গতকাল শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। আজ রোববার ওই বৃদ্ধকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেওয়া হয়েছে।