দুপুর গড়াতেই কালো আকাশ, স্বস্তির বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

আনন্দবাজার (ভারত) আলিপুর আবহাওয়া সেন্টার, কলকাতা প্রকাশিত: ০৯ মে ২০২১, ১৫:৫৫

পূর্বাভাস ছিলই। সেই মতো রবিবার দুপুর গড়াতেই কালো হয়ে এল আকাশ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি। বইছে ঝোড়ো হাওয়া। এই ঝড়-বৃষ্টির ফলে প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।


আলিপুর সূত্রে খবর, কলকাতা-সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান ও বীরভূমে হচ্ছে বৃষ্টি। ইতিমধ্যেই কলকাতার কিছু জায়গায় অল্প জল জমেছে বলে খবর। তবে রবিবার ছুটির দিন হওয়াতে ও কোভিড বিধিনিষেধ থাকায় রাস্তায় লোকজন অন্যান্য দিনের থেকে কম। তবে যাঁরা রাস্তায় বেরিয়েছেন, তাঁদের ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও