যুক্তরাস্ট্রের জ্বালানি পাইপলাইনে সাইবার হামলা
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় জ্বালানি সরবরাহ লাইনগুলোর অন্যতম ‘কলোনিয়াল পাইপলাইনে’ সাইবার হামলা হয়েছে। এতে ওই পাইপলাইন দিয়ে জ্বালানি সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনাগুলোর সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
শনিবার (০৮ মে) সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার রাতে কলোনিয়াল পাইপলাইনে সাইবার হামলা হয়। এ পাইপলাইন দিয়ে প্রতিদিন ১০ কোটি গ্যালনের বেশি গ্যাসোলিন ও অন্যান্য জ্বালানি টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন থেকে নিউ ইয়র্কে সরবরাহ করা হয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সাইবার হামলা
- জ্বালানী
- পাইপলাইন