![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F05%2F08%2Fpabna_0.jpg%3Fitok%3D18Pbhz8g)
পাবনায় ৬৩০ কর্মহীন পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
দেশব্যাপী করোনাকালীন কর্মহীন মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দেশের সুনামধন্য শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ। এই খাদ্যসামগ্রী বিতরণের কাজের সার্বিক সহযোগিতা করছেন পাবনা জেলা যুবলীগের নেতাকর্মীরা। দ্বিতীয় দফায় শহরের কাশীপুর ও হেমায়েতপুর মহল্লার ৬৩০ কর্মহীন পরিবারের হাতে তুলে দেওয়া হয় খাদ্যসামগ্রীর উপহার।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এস্ট্রাস পৌর প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায়ে রেখে তুলে দেওয়া হয় উপহারসামগ্রীর প্যাকেট। প্রতিটি প্যাকেটে প্রায় এক সপ্তাহের খাদ্যসামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, লবণ, সাবান, বিভিন্ন প্রকারের গুঁড়া মসলা রয়েছে।