You have reached your daily news limit

Please log in to continue


এক ওয়েব সিরিজেই শহীদ নিলেন ৮০ কোটি

এই মুহূর্তে শহীদ কাপুর তাঁর পরের ছবি ‘ফেক’–এর শুটিংয়ে ব্যস্ত। এই প্রকল্পের মাধ্যমে ডিজিটাল দুনিয়ায় অভিষেক হতে চলেছে এই বলিউড সুপারস্টারের। শহীদের এই নতুন ওয়েব সিরিজটি ঘিরে নানান তথ্য উঠে এসেছে। শহীদের ডিজিটাল অভিষেক নিয়ে বেশ কিছুদিন ধরে নানান জল্পনা–কল্পনা চলছে। ‘ফেক’ সিরিজের মাধ্যমেই ডিজিটালের অঙ্গনে পা রাখতে চলেছেন তিনি। এই সিরিজ দুই সিজনে মুক্তি পাবে। প্রতি সিজনে আটটা করে পর্ব থাকবে।

সিরিজটি বেশ ব্যয়বহুল। প্রতি পর্বের পেছনে নির্মাতারা আট কোটি রুপির মতো খরচ করবেন। তবে সবচেয়ে খরচ গেছে শহীদের পেছনে। তিনি ‘ফেক’ সিরিজের জন্য ৮০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। এখনো পর্যন্ত এই সিরিজের তিনটি পর্বের শুটিং হয়েছে। নির্মাতা চাইছে এক শ দিনের মধ্যে প্রথম সিজনের শুটিং শেষ করতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন