৫ লাখ থেকে ১২ কোটি! চমকে গিয়েছিলেন ইমরান খান
‘জানে তু… ইয়া জানে না’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করেই রাতারাতি তারকাখ্যাতি পান ইমরান খান। সম্প্রতি সাংবাদিক সমদীশ ভাটিয়ার পডকাস্টে হাজির হয়ে তিনি কথা বলেন নিজের ক্যারিয়ার আর অল্প বয়সেই কোটি টাকার পারিশ্রমিক পাওয়া নিয়ে।
অর্থের সঙ্গে ‘অদ্ভুত’ সম্পর্ক
অর্থের সঙ্গে নিজের সম্পর্ককে ‘অদ্ভুত’ বলে উল্লেখ করেন ইমরান খান। তিনি বলেন, অনেকের ধারণা তিনি আমির খানের ভাগনে, ধনী পরিবারে বড় হয়েছেন, কিন্তু বাস্তবতা পুরোপুরি তা নয়। ‘আমার মামা আমির খান একজন বড় তারকা—কিন্তু তিনি আমার মায়ের চাচাতো ভাই। সেটা তাঁর টাকা, আমার নয়,’ বলেন ইমরান।
ইমরান জানান, তিনি বড় হয়েছেন মা ও সৎ বাবার সঙ্গে। তাঁর সৎ বাবা ছিলেন একজন অভিনেতা। ’৮০ ও ’৯০–এর দশকে, যখন আমি বড় হচ্ছিলাম, আমরা সম্পদে সমৃদ্ধ ছিলাম, কিন্তু হাতে নগদ টাকা খুব একটা থাকত না। আমার পকেটমানি অনেক বন্ধুর চেয়েই কম ছিল। আমি অভাবী ছিলাম না, কিন্তু টাকার মধ্যে ডুবে ছিলাম—এমনও নয়।’ বলেন তিনি।
একরাতেই বদলে যাওয়া জীবন
প্রথম ছবির সাফল্যের পর জীবনের হঠাৎ পরিবর্তন নিয়ে ইমরান বলেন, ‘আমার প্রথম ছবি মুক্তি পেয়ে রাতারাতি হিট হয়ে যাওয়ার পর, আমি শূন্য থেকে ২৫ বছর বয়সেই একাধিক কোটি টাকা পারিশ্রমিক পাওয়া শুরু করি। হঠাৎ করে ৭–১০ কোটি রুপি দেওয়া হচ্ছে।’
তিনি জানান, ‘জানে তু… ইয়া জানে না’ মুক্তির সময় তাঁর হাতে ইতিমধ্যেই তিনটি ছবি ছিল। ‘প্রথম ছবি ছিল “জানে তু”, যা আমার নিজের ঘরের প্রযোজনা। দ্বিতীয় ছবি ছিল “কিডন্যাপ”—সেখানে তারা আমাকে চাইছিল না, মাত্র ৫ লাখ রুপি দিতে চেয়েছিল। আর তার পরের ছবিতেই আমি পেলাম ৭–৮ কোটি রুপি।’ স্মরণ করেন ইমরান।
- ট্যাগ:
- বিনোদন
- তারকাকথন
- বলিউড অভিনেতা
- ইমরান খান