কোভিডে মৃতের দেহ পাবে পরিবার, তবে শর্তসাপেক্ষে, নতুন নির্দেশিকা রাজ্যের

আনন্দবাজার (ভারত) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ০৮ মে ২০২১, ১৯:১৫

কোভিড পরিস্থিতির মোকাবিলায় মৃতদেহ সৎকার নিয়ে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, করোনায় মৃতের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তবে তা শর্ত সাপেক্ষে। শর্ত এই যে, দেহ হাসপাতাল থেকে দূরে কোথাও নিয়ে যেতে পারবে না পরিবার। ওই এলাকারই আশেপাশে কোথাও দাহ করতে হবে বা কবর দিতে হবে। এবং সে বিষয়ে সংশ্লিষ্ট সরকারি আধিকারিকের সঙ্গে কথা বলেই সৎকারের ব্যবস্থা করতে হবে।


জারি করা নির্দেশিকায় স্বাস্থ্য দফতর জানিয়েছে, যদি পরিবারের লোকজন মৃতের দেহ অন্য কোথাও নিয়ে গিয়ে সৎকার করতে চায়, তবে সেক্ষেত্রে সোজা সেই এলাকারই শ্মশানে বা কবরস্থানে নিয়ে যেতে হবে। বাড়িতে নিয়ে যাওয়া চলবে না। এবং ব্লকস্তরে নিযুক্ত সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলেই তা করতে হবে। বিজ্ঞপ্তিতে কড়া নির্দেশ, কোভিড-বিধি মেনেই সৎকার করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও