![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/05/08/khagrachari-killed-080521.jpg1/ALTERNATES/w640/khagrachari-killed-080521.jpg)
খাগড়াছড়িতে রোলারে চাপা পড়ে শ্রমিক নিহত
খাগড়াছড়িতে সড়কে পিচ ঢালাইয়ের সময় রোলারের নিচে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। শনিবার দুপুরে জেলা শহরের সার্কিট হাউজ সড়কে এ দুর্ঘটনায় আরও এক শ্রমিক আহত হন বলে জানিয়েছে পুলিশ। নিহত জাফর আলী (৬০) পৌরসভার সবুজবাগ এলাকার বশির উদ্দিনের ছেলে। আহত শ্রমিক পার্বত আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।