বাংলায় ‘শূন্য’ কংগ্রেস, কারণ খুঁজতে বৈঠকে সোনিয়া

এইসময় (ভারত) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ০৮ মে ২০২১, ১৩:৪১

একুশের বিধানসভা নির্বাচনে ৫ রাজ্যেই কার্যত ভরাডুবি হয়েছে কংগ্রেসের। কংগ্রেসের ফল প্রসঙ্গে সোনিয়া বলেছেন, 'খুবই হতাশাজনক'। কিন্তু কী কারণে এই ভরাডুবি, তা খতিয়ে দেখতে ১০ মে বৈঠকে বসতে চলেছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। কেন বাংলা বিধানসভা নির্বাচনে একটিও আসন পেল না কংগ্রেস, তা নিয়ে এদিনের বৈঠকে বিশেষ আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের রীতিমতো ভরাডুবি হয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচনে কোনও আসনেই জিততে পারেনি কংগ্রেস। অসম, তামিলনাড়ু, কেরলের মতো রাজ্যেও দল সেভাবে সাফল্য দেখেনি। এই প্রেক্ষিতে দলের পরাজয় নিয়ে সোনিয়ার এ হেন মন্তব্য উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও