![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/05/08/benarasi-palli-mirpur-eid-080521-01.jpg/ALTERNATES/w640/benarasi-palli-mirpur-eid-080521-01.jpg)
বেনারসির বুনন এই ঈদেও বুনছে না আনন্দ
মহামারী ঠেকানোর লকডাউনের মধ্যে রোজার ঈদের আগে রাজধানীর অন্যান্য বিপণিবিতানে জমিয়ে বিক্রি চললেও মিরপুরের বেনারসি পল্লীতে ক্রেতার অভাবে হাহাকার চলছে।
মেট্রোরেলের নির্মাণকাজ আর ভারতীয় ভিসা সহজ হওয়ার কারণে কয়েক বছর ধরেই বিক্রি কমে যাওয়ার কথা বলে আসছিলেন এখানকার বিক্রেতারা।