উল্টো চাপে সেই ইউএনও
ভোলার চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসে তিনদিন আটকে রাখার পর অবশেষে নছিমনচালক আরিফকে ছেড়ে দিয়েছেন ইউএনও রুহুল আমিন। বৃহস্পতিবার (৬ মে) নিজ জিম্মায় তাকে ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন ইউএনও নিজেই।
তিনি বলেন, বৃহস্পতিবারই আমি নছিমনচালককে ছেড়ে দিয়েছি। তার কাছ থেকে ক্ষতিপূরণ, মুচলেকা আদায় করিনি। এমনকি অভিভাবকের আসার জন্যও অপেক্ষা করিনি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ইউএনও
- শোকজ নোটিশ
- আটকে রাখা
- নছিমনচালক