২১ জুলাইয়ের মঞ্চে দাঁড়াইনি, আগামী ১০ বছরও দাঁড়াব না: রাহুল
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ০৭ মে ২০২১, ২০:২৮
এই আশ্চর্যের নাম লীনা গঙ্গোপাধ্যায়। ভাল চিত্রনাট্য আর সংলাপ না থাকলে অভিনেতা জনপ্রিয় হতে পারে না। আমাকে লীনাদি যখন চরিত্রের কথা বলেন, তখন বলেছিলেন ধারাবাহিকে নায়ক-নায়িকা আছে। কিন্তু গুরুত্বপূর্ণ অনেক চরিত্র আছে, যারা নায়ক নায়িকার মতোই। আমি তখন ভেবেছিলাম, লীনাদি আমাকে কথাটা বলার জন্য বলছেন যাতে আমার মনখারাপ না হয়। এখন দেখছ্ রাজা-মাম্পির অংশটা এত জনপ্রিয় হয়ে গেল! লোকে ফোনে লিখে জানায় আমায় ধারাবাহিকের রাজা আর মাম্পির দৃশ্য হটস্টারে ৭-৮ বার করে দেখছেন তাঁরা। এটা যে হতে পারে, জীবনেও ভাবিনি।