![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Flighting-20210507193533.jpg)
নীলফামারীতে বজ্রপাতে ঝলসে গেলেন নারী
নীলফামারীতে বজ্রপাতে রোকেয়া বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ মে) মধ্যরাতে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের মহব্বত বাজিতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রোকেয়া বেগম সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের মহব্বত বাজিতপাড়া গ্রামের কৃষক আব্দুস সামাদের স্ত্রী।
জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাত থেকে জেলার বিভিন্নস্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতসহ শিলাবৃষ্টি হয়। ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ ঘটনাটি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার সময় স্বামী-স্ত্রী একইঘরেই ছিলেন। রাতে রোকেয়া বেগম প্রকৃতির ডাকে সারা দিতে ঘর থেকে বের হন। এসময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই ঝলসে মারা যান।