You have reached your daily news limit

Please log in to continue


শিক্ষা আইন কি মানসম্মত শিক্ষা নিশ্চিত করবে?

সরকার সম্প্রতি ‘শিক্ষা আইন’ চূড়ান্ত করার কাজ শুরু করেছে। সংবাদপত্রের তথ্যমতে, আইনের খসড়া প্রায় চূড়ান্ত করা গেছে এবং আনুষঙ্গিক কিছু কাজ শেষে তা মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে ঝুলে থাকা জনস্বার্থসংশ্লিষ্ট অতি গুরুত্বপূর্ণ আইনটির অনুমোদন হতে যাচ্ছে, এমন একটি খবরে মন আনন্দে ভরে উঠলেও একই সঙ্গে কিছু উদ্বেগও জেগেছে।

দীর্ঘ প্রতীক্ষার পর ২০১০ সালে আমরা একটি জাতীয় শিক্ষানীতি পেয়েছিলাম। এই শিক্ষানীতি প্রস্তুত করা হয়েছিল সংবিধানের চারটি মূলনীতি ও ১৯৭৪ সালের কুদরাত-এ-খুদা শিক্ষা কমিশনের ওপর ভিত্তি করে। জাতীয় শিক্ষানীতি ২০১০-এ মুক্তিযুদ্ধের মূল চেতনা ও বঙ্গবন্ধুর শিক্ষাদর্শনের বিভিন্ন দিকের একটি সমন্বিত প্রতিফলন ঘটেছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন