![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/1024/branded_bengali/8C29/production/_118418853_p09gygzv.jpg)
সেনা টহল দিয়েও পাকিস্তানে মানানো যাচ্ছেনা করোনা আইন - BBC News বাংলা
করোনা মহামারির তৃতীয় ঢেউয়ের ধাক্কায় পাকিস্তানের হাসপাতালগুলো টলমল করছে। কোভিড সংক্রান্ত বিধিনিষেধগুলি মানতে জনগণকে বাধ্য করার জন্য শহরের রাস্তায় টহল দিচ্ছে পুলিশ এবং সেনাবাহিনী। ঈদের আগে দেশের মধ্যে মানুষের যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু তারপরও পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছেনা। দেখুন করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাঞ্জাব প্রদেশ থেকে বিবিসির উমর নাঙ্গিয়ানার রিপোর্ট।