 
                    
                    গরমে তরতাজা থাকতে খান লিচু-আদার শবরত
                        
                            এইসময় (ভারত)
                        
                        
                        
                         প্রকাশিত: ০৭ মে ২০২১, ১৭:৩৫
                        
                    
                foodবাইরে ঝাঁ ঝাঁ রোদ। দুপুরের দিকে তো অবস্থা আরও শোচনীয়। আংশিক লকডাউনের কারণে বাইরে যাওয়া বন্ধ হওয়ায় একদিকে নিশ্চিন্ত হলেও ঘরের গরমের সঙ্গেও পাল্লা দেওয়া কঠিন। এরই মাঝে যদি শরবতের একটা দারুণ রেসিপি পাওয়া যায় তাহলে কেমন হয়? লিচুর শরবত। গরমের প্রধান ফল আম-জাম-কাঁঠালের পরেই যার নাম বাঙালির মুখে আসে সেই লিচু দিয়ে দারুণ সুস্বাদু শরবত তৈরি করা যায়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                