কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

উসকানিমূলক বক্তব্য: তালিকা তৈরি করে ব্যবস্থা নিতে যাচ্ছে পুলিশ

ডেইলি স্টার কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) প্রকাশিত: ০৭ মে ২০২১, ১৪:৫০

অনলাইন ও জনসভায় উসকানিমূলক বক্তব্য দেওয়া উগ্রবাদী বক্তাদের তালিকা তৈরি করছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কর্মকর্তারা। ইতোমধ্যে সাত জনকে শনাক্ত করে তালিকাভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন তারা।


সিটিটিসির উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান, ধরপাকড়ের কারণে দেশে জঙ্গিবাদী কার্যক্রম কমে গেলেও উগ্রবাদের শঙ্কা ক্রমেই বাড়ছে।


তিনি বলেন, ‘আমরা যে তালিকাটি তৈরি করছি, সেখানে হেফাজতে ইসলামের নেতাদের নামও আছে। জঙ্গিদের কাছে জনপ্রিয় উগ্রবাদী বক্তাদের শাস্তির আওতায় আনার লক্ষ্যে কাজ করছি আমরা।’


সন্ত্রাস-বিরোধী আইনে এ বক্তারা ‘উসকানিদাতা’ হিসেবে অভিযুক্ত হবেন বলে জানান তিনি।


সিটিটিসির একটি অনলাইন নজরদারি ব্যবস্থা আছে জানিয়ে উপ-কমিশনার বলেন, ‘কিন্তু, শুধুমাত্র নজরদারি দিয়ে উগ্রবাদ থামানো সম্ভব না। আমরা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও