বৃহস্পতিবার ভারতকে ১০ হাজার রেমডেসিভির দেবে বাংলাদেশ

ডেইলি স্টার প্রকাশিত: ০৫ মে ২০২১, ২২:৪২

বাংলাদেশের পক্ষ থেকে বৃহস্পতিবার ভারতের কাছে করোনাভাইরাস চিকিৎসায় ব্যবহৃত ১০ হাজার রেমডেসিভির ইনজেকশন হস্তান্তর করা হবে। পেট্রাপোলে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান আনুষ্ঠানিকভাবে এ চালান ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবেন।


আজ বুধবার ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ‘বৃহস্পতিবার রেমডেসিভিরের প্রথম চালান ভারতীয় কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।’


ভারতে সম্প্রতি করোনা মহামারির ভয়াবহ অবস্থায় বাংলাদেশ ভারতকে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছিল। এ সহায়তা সামগ্রীর মধ্যে ১০ হাজার অ্যান্টি ভাইরাল ইনজেকশন, অ্যান্টি ভাইরাল ওষুধ, ৩০ হাজার পিপিই এবং কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন সি ও অন্য দরকারি ওষুধের কথা জানিয়েছে বাংলাদেশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও