৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
রংপুরের মিঠাপুকুরে শসা খাওয়ানোর প্রলোভনে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মজমুল মিয়া উপজেলার কাফ্রিখাল ইউপির জোতগোকুল গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে এবং পেশায় কাঁচামাল ব্যবসায়ী।
পুলিশ জানায়, দরিদ্র কাঠমিস্ত্রির ৫ বছর বয়সী মেয়ে শিশু গত রোববার দুপুরে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় ওই যুবক শিশুটিকে শসা খাওয়ানোর কথা বলে পার্শ্ববর্তী একটি ভূট্টাক্ষেতে নিয়ে যায়। এরপর জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে অন্য শিশুরা ঘটনাস্থলে গেলে মজমুল পালিয়ে যায়।