রংপুরে কালবৈশাখীর তাণ্ডবে ২ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, ১৩ দিনেও মেলেনি সহায়তা
রংপুরের পীরগঞ্জ উপজেলায় ঝড় আর শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকার জনজীবন এখনও স্বাভাবিক হয়নি। শিলাবৃষ্টিতে ঘরের চালের টিন বড় বড় ফুটো হয়ে বসবাস অনুপযোগী হয়ে পড়েছে। নষ্ট হয়েছে বিপুল পরিমাণ ফসলের ক্ষেত। এ ঘটনার পর প্রয়োজনীয় সহায়তার অভাবে অনেকেই মেরামত করতে পারেননি তাদের বসত-বাড়ি।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২২ এপ্রিল কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে পীরগঞ্জ উপজেলার ৫টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় দুই হাজার ঘরের টিনের চালা ফুটো হয়ে যায়। বোরোসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়। এরপর পেরিয়ে গেছে প্রায় দুই সপ্তাহ। কিন্তু প্রয়োজনীয় নির্মাণ সামগ্রীর অভাবে ঘরবাড়ি মেরামত করতে পারেননি অনেকে। তাই পরিবার নিয়ে চরম বিপাকে পড়েছে এসব অসহায় মানুষ।