![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/05/05/180910KK_biman_new_born.jpg)
নিজে ‘অন্তঃসত্ত্বা’ জানতেন না তিনি , বিমানে বাচ্চার জন্ম
বিমানে সন্তান জন্ম দিলেন এক নারী। তবে তিনি জানতেনই না যে, তিনি অন্তঃসত্ত্বা বলে দাবি তার। গত বুধবার যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যে থেকে হনুলুলু যাওয়ার পথে মাঝ আকাশে এমন ঘটনা ঘটে। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, লাভিনিয়া মৃঙ্গা নামে ওই নারী মাত্র ২৬-২৭ সপ্তাহে সন্তান জন্ম দিয়েছেন। তবে প্রি-ম্যাচিউর বা সময়ের আগে জন্ম নেওয়ায় বর্তমানে বাচ্চাটিকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। এছাড়া নবজাতক ও তার মায়ের কোনো শারীরিক জটিলতা দেখা যায়নি।