কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চিকিৎসক সঙ্কটে ধুকে ধুকে চলছে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জাগো নিউজ ২৪ গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাংনী, মেহেরপুর প্রকাশিত: ০৫ মে ২০২১, ১৫:৫৮

চিকিৎসক সঙ্কটের কারণে ধুকে ধুকে চলছে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত হলেও নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক। জরুরি মেডিকেল অফিসারের পদ শূন্য রয়েছে হাসপাতালের জন্মলগ্ন থেকে। এছাড়া ইনডোর ও আউটডোর সেবা চলে সেকমো ও সাব-সেন্টারের চিকিৎসক দিয়ে।


জানা গেছে, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক ভবন নির্মিত হয় ২০১৮ সালে। সব ধরনের অপারেশনের জন্য নির্মিত হয়েছে একটি সুসজ্জিত রুম। রয়েছে আধুনিক যন্ত্রপাতিও। এছাড়া নিরবচ্ছিন বিদ্যুতের জন্য রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি জেনারেটর। আছে প্রশিক্ষিত নার্সও। তবে চিকিৎসকের অভাবে হয় না কোনো অপারেশন। ফলে ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা সাধারণ মানুষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও