জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হকি ফেডারেশন যে জুনিয়র এশিয়া কাপ ও ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়িং রাউন্ড আয়োজন করতে চেয়েছিল, তা আরেকবার পিছিয়ে গেল।
সর্বশেষ তারিখ অনুযায়ী আগামী ১-১০ জুলাই ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া কথা ছিল অনূর্ধ্ব-২১ এশিয়া কাপের আসর। বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে সরকার জুলাইয়ে টুর্নামেন্ট না করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশনকে।