করোনাকালে জামিনে মুক্তি লাখ হাজতির

ইত্তেফাক সুপ্রিম কোর্ট, ঢাকা প্রকাশিত: ০৫ মে ২০২১, ১১:৩৮

করোনাকালে স্বল্প পরিসরে চলছে আদালতের কার্যক্রম। ভার্চুয়াল পদ্ধতিতে চলা আদালতের কার্যক্রমের মধ্যে অন্যতম ছিলো বিভিন্ন ফৌজদারি মামলায় কারবন্দি আসামির জামিন শুনানি ও নিষ্পত্তি করা। সেই কার্যক্রমের আওতায় দেশের আদালতসূমহ থেকে করোনাকালে জামিন পেয়েছেন লাখ আসামি। যাদের সকলেই কারাবন্দি বা হাজতি।


 


 


 


এসকল হাজতিরা বিভিন্ন ফৌজদারি মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাগারে বন্দি ছিলেন। বিপুল সংখ্যক এই বন্দি জামিনে মুক্তি পাওয়া চাপ কমেছে কারাগারে। এমনকি কারাগারে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়লে ধারণক্ষমতার অতিরিক্ত বন্দিদের নিয়ে যে বিপদের আশংকা করছিলেন তা থেকেও অনেকটা চিন্তামুক্ত থাকতে পেরেছে কারা কর্তৃপক্ষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও