ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়তে পারে

বাংলা ট্রিবিউন পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত: ০৪ মে ২০২১, ২০:৩৬

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ রাখার মেয়াদ বাড়ানোর চিন্তা করছে বাংলাদেশ। আগামী ৬ মে সীমান্ত বন্ধের মেয়াদ শেষ হবে। কিন্তু ভারতে করোনা পরিস্থিতির উন্নতির কোনও লক্ষণ এখনও পর্যন্ত  পরিলক্ষিত হচ্ছে না। এ অবস্থায় কী করণীয় সে বিষয়ে পর্যালোচনা বৈঠক হবে এ সপ্তাহে।


এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ভারতের পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। দেশটিতে করোনার যে ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে সেটির বিষয়ে আমরা উদ্বিগ্ন।


সীমান্ত বন্ধের বিষয়ে তিনি বলেন, এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেই। তবে আমরা নিয়মিত পর্যালোচনা করছি এবং এ সপ্তাহেই এ বিষয়ে অনুষ্ঠেয় বৈঠকে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।


তিনি বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে, ভারতীয় ভ্যারিয়েন্ট যেন বাংলাদেশে না ছড়িয়ে পড়ে এবং এজন্য সর্বত্র ব্যবস্থা নেওয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও