কলম্বিয়ায় পাঁচদিনের বিক্ষোভে নিহত ১৭, আহত ৮০০
কলম্বিয়া সরকারের প্রস্তাবিত কর আরোপ প্রস্তাবের বিরুদ্ধে পাঁচদিনের বিক্ষোভ চলাকালে দেশটিতে ছড়িয়ে পড়া সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত এবং আটশ’র বেশি মানুষ আহত হয়েছে। গতকাল সোমবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি ও নিউজ ২৪ এর।
ওম্বাডসম্যান্স অফিস জানায়, বিক্ষোভ চলাকালে সহিংসতায় ১৬ জন বেসামরিক নাগরিক ও এক পুলিশ কর্মকর্তা নিহত এবং ৮৪৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩০৬ জন বেসামরিক নাগরিক রয়েছে। গত ২৮ এপ্রিল কলম্বিয়াজুড়ে এ বিক্ষোভ শুরু হয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নিহত
- বিক্ষোভ
- আহত
- সহিংসতা
- প্রস্তাবিত কর