বক্ষব্যাধির করোনা ইউনিটে ৭ দিনে ৭ রোগী
সাতদিন আগে রাজধানীর মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ১১৪ শয্যার করোনা ইউনিট উদ্বোধন করা হয়েছে। এখন পর্যন্ত এই ইউনিটে মাত্র সাতজন করোনা রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ১০ শয্যার আইসিইউ ফাঁকা পড়ে রয়েছে। রোগী না পেয়ে অলস সময় কাটাচ্ছেন হাসপাতালটির চিকিৎসক এবং নার্সরা।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৮ এপ্রিল দুপুর ১২টায় এই ইউনিটের উদ্বোধন করার কথা ছিল। কিন্তু ব্যস্ততার কারণে বিকেল ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই করোনা ইউনিট উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের উপস্থিতি তেমন ছিল না। তাই এই করোনা ইউনিটে চিকিৎসাসেবা সম্পর্কে মানুষ জানতে পারেনি। এখন কীভাবে হাসপাতালটি প্রচারণা করা যায় সে বিষয়ে ভাবছে কর্তৃপক্ষ।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে