![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F05%2F02%2Fipl_4.jpg%3Fitok%3D6hhJG5gR)
চেন্নাই-মুম্বাইয়ের ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি
আইপিএলে গতকাল শনিবার অসাধারণ একটি ম্যাচ দেখলো ক্রিকেট ভক্তরা। দিল্লিতে ঝড় তুলেছে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। আগে ব্যাট করে মুম্বাইকে ২১৯ রানের পাহাড়সম লক্ষ্য দেয় চেন্নাই। তাড়া করতে নেমে মাঝপথে দ্রুত তিন উইকেট হারিয়ে খেই হারিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। সেখান থেকে দলকে উদ্ধার করলেন কাইরন পোলার্ড। খুনে ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংসের মুঠো থাকা জয় নিজেদের করে নিলেন পোলার্ড।
প্রায় হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে চেন্নাইকে হারিয়েছে মুম্বাই। শেষ বলে ২১৯ রানের লক্ষ্য ছুঁয়েছে মুম্বাই। আইপিএলে এর চেয়ে বেশি রান তাড়া করে জয় আছে কেবল একটি। গত আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ২২৪ রানের লক্ষ্য তাড়ায় ৪ উইকেটে জিতেছিল রাজস্থান রয়্যালস। ৩৪ বলে ৮৭ রান করে একা হাতে ম্যাচ জিতিয়েছেন পোলার্ড।